আবারও অগ্নিসন্ত্রাসের পথে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

Social Share Buttons

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, গান পাউডারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে। অগ্নিসন্ত্রাসীরা আবারও তৎপর হয়েছে, তারা নির্বাচনে বিশ্বাস করে না। তারা ভোটে ভয় পায় বলেই নির্বাচন বানচালের চেষ্টা করছে। যে কোনো সন্ত্রাসী তৎপরতা রুখতে আইনশৃংখলা বাহিনী সজাগ আছে।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও ইউনিট ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

বিএনপি আবারো অগ্নিসন্ত্রাস করতে চাইছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি নির্বাচন বন্ধে পায়তারা করছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানান ধরনের পায়তারা করবে— এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

সহিংসতার লক্ষ্যে সীমান্তে বিএনপি অস্ত্র মজুদ করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই তথ্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, অস্ত্র মজুদের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *