আবারো নির্বাচনী খেলায় সরকার: ফখরুল

Social Share Buttons

দুটো রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে সরকার নির্বাচনী খেলা খেলতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর বাড্ডায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলটির গণ মিছিলে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুটা দলকে নিবন্ধন দিয়েছে। কেউ চেনেনা। কেউ চেনেন? এদেরকে দিয়ে তারা একটি নির্বাচন নির্বাচন খেলা খেলবে। এই খেলা এবার খেলতে দেওয়া হবে না। এদেশের ১৮ কোটি মানুষ এবার ঐক্যবদ্ধ।’

গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) চূড়ান্ত নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিবন্ধন পাওয়া বিএনএমের প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে রামপুরা হয়ে মালিবাগে শেষ হয় বিএনপির গণমিছিল। এছাড়া ঢাকা দক্ষিণের গণমিছিল কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেটে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *