অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মাহবুবুল আলমের বিরুদ্ধে ৩ সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তিন সদস্যের দলের নেতৃত্ব দেবেন সংস্থার পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া। দলের অন্য সদস্যরা হলেন, উপ-পরিচালক হাফিজুল ইসলাম ও সহকারী পরিচালক নেয়ামুল গাজি।
মাহবুবুল আলমের বিরুদ্ধে দীর্ঘ দিন প্রতিষ্ঠানিক অনুসন্ধান করেছেন বানসুরি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে তিন সদস্যের দল। তাদের প্রতিবেদনে উপ-পরিচালক মাহবুবের রাজধানীতে একধিক বহুতল বাড়ি, গ্রামের বাড়ি বরগুনায় কয়েকশ বিঘা জমি এবং ব্যাংক একাউন্টে প্রচুর টাকা পাওয়া গেছে, যা তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতিষ্ঠানিক অনুসন্ধান দলের প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন আইনে মাহবুবের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।