গুজব ছড়ানো বন্ধে ব্যারিস্টার সুমনের সহযোগিতা চেয়েছে ডিবি

Social Share Buttons

সামাজিক যোগাযো গমাধ্যমে গুজব ছড়ানো বন্ধে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সহযোগিতা চেয়েছে ডিবি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান ব্যারিস্টার সুমন।

তিনি বলেন, ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আমাকে যে কারণে ডেকেছিলেন তা হলো- সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কাজ করি। আমার একটি বড় ফলোয়ার গ্রুপ আছে। আসলে এই সংকটময় মুহূর্তে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রাজনীতি ও রাজনীতির বাইরেও অনেক লোকজন গুজব ছড়ায়। এটা নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ কাজ করছে। ডিবি প্রধান আমাকেও বললেন কোনো ভাবে কিছুটা সহযোগিতা করা যায় কি না। আমার জায়গা থেকে কী ধরনের সহযোগিতা করা যায়। আর ডিবির ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি উন্নয়নের জন্য কী কী কাজ করলে ভালো হয়, আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করেছি।

বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন। রাজনৈতিক প্রোগ্রামের নামেও দেখা যায় রাস্তাঘাট বিভিন্ন দিকে বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে আমি বলার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আইন মেনে নাগরিকের যেই অধিকারটুকু আছে সেটুকু অবশ্যই যেন ওনারা মেনে কাজ করেন।

ব্যারিস্টার সুমন বলেন, ডিবিপ্রধান আমায় কথা দিয়েছেন এবং আমিও উনাকে কথা দিয়েছি- আপনাদের যত ইতিবাচক জিনিস আছে এগুলো আমরা চেষ্টা করবো মানুষের সামনে তুলে ধরার জন্য। তবে তাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ সব জায়গা থেকেই যেভাবে গুজব ছড়াচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে। আমি মনে করি, যারা ইউটিউবার বা ফেসবুকে কথা বলেন- এমন ব্যক্তিদের আমরা অনুরোধ করবো মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে পুলিশের মনোবল যেন তারা ভাঙতে না পারে। আমাদের যেই প্রকৃত সত্য কথাটা, আমরা যা করি সেটা যেন সত্যভাবে প্রকাশ হয়। মিথ্যা তথ্য দিয়ে মনগড়া তথ্য দিয়ে এখানে কাল্পনিক গল্প সাজিয়ে পুলিশ সদস্যদের যেন কেউ মনোবল ভাঙতে না পারে। সেই কারণে আমরা সবার সহযোগিতা চাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *