সুইডেনে ১০০ হাজার কপি কোরআন শরীফ বিতরণ করবে কুয়েত

Social Share Buttons

সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের ১০০ হাজার কপি বিতরণের ঘোষণা দিয়েছে কুয়েত। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ এ ঘোষণা দেন।

আল-সাবাহ বলেন, পাবলিক অথরিটি ফর পাবলিক কেয়ার সুইডিশ ভাষায় কোরআনের ১০০,০০০ কপি মুদ্রণ করবে। এরপর সেগুলো সুইডিশদের মাঝে বিতরণ করা হবে। এর প্রধান উদ্দেশ্য, ইসলাম ধর্মের সহনশীলতার জানান দেয়া। সেইসঙ্গে একে অপরের প্রতি সহাবস্থানের মূল্যবোধ প্রচার করা।

ঈদুল আজহার দিন গত ২৮ জুন সালওয়ান মোমিকা নামে ৩৭ বছর বয়সী এক ইরাকি স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে কোরআন ছিঁড়ে ফেলেন; এরপর কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দেন। এ ঘটনায় বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় ইরাকসহ বহু মুসলিম দেশে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সেখানকার সুইডিশ দূতাবাসগুলোতে হামলা চালান। ইউএস স্টেইট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ‘আমরা মনে করি বিক্ষোভ ভয়ের পরিবেশ সৃষ্টি করে, যা সুইডেনে বসবাসরত মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মের স্বাধীনতা বা বিশ্বাসের স্বাধীনতাকে প্রভাবিত করবে… আমরা সেইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতাকেও সমর্থন করি।’

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গত বুধবার কোরআন পোড়ানোকে ধর্মীয় বিদ্বেষ হিসেবে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষে প্রস্তাবটি তুলেছিল পাকিস্তান।

বাংলাদেশসহ মোট ২৮টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় অ্যামেরিকাসহ ১২টি দেশ। সাতটি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

প্রস্তাবটিকে মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাবিরোধী বলে ঘোষণা দেয় অ্যামেরিকাসহ কয়েকটি ইউরোপীয় দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *