দেড় বছর আগে মারা যাওয়া কর্মকর্তাকে বদলি, অবসরপ্রাপ্তকে পদায়ন

Social Share Buttons

দেড় বছর আগে মারা যাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের এক শুল্ক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, একই আদেশে পদায়ন করা হয়েছে প্রায় ছয় মাস আগে অবসরে যাওয়া এক কর্মকর্তাকেও।

এনবিআর সূত্র জানায়, প্রায় বছর দেড়েক আগে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত অবস্থায় মারা যান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ঈসা খান। মারা যাওয়া এ কর্মকর্তাকে গত মঙ্গলবার এনবিআরের এক বদলি আদেশে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কাস্টম, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরে বদলি করা হয়। অথচ এই কর্মকর্তার পেনশন গত ১৭ জানুয়ারি মঞ্জুর করা হয়েছে।

এ ছাড়া একই আদেশে অবসরে যাওয়া কর্মকর্তা আব্দুল মজিদকে কাস্টম, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর থেকে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এ বিষয়ে এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন ১-এর দ্বিতীয় সচিব মেজবাহ-উল-সাবেরিন গণমাধ্যমকে বলেন, মারা যাওয়া রাজস্ব কর্মকর্তা ও অবসরে যাওয়া কর্মকর্তার বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল না। তাই বদলির আদেশ করা হয়েছে। পরবর্তী সময়ে এই আদেশ সংশোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *