যশোর বিমানবন্দরে আধুনিক টার্মিনাল উদ্বোধন

Social Share Buttons

যশোর বিমানবন্দরে নবনির্মিত আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ টার্মিনাল ভবন উদ্বোধন করেন।

পরে প্রতিমন্ত্রী মাহবুব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এভিয়েশন শিল্পে নীরব বিপ্লব হয়েছে। যশোর, সৈয়দপুরসহ দেশের সাতটি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতে সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। পর্যায়ক্রমে এসব বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে।

তিনি আরও বলেন, যশোর ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক কিছু করা দরকার। যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, গদখালী ফুলের রাজ্যসহ ঐতিহ্যবাহী কৃষিপণ্যের জেলা এটি। এখান থেকে ফুল-ফল বিমানে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এরই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরে ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন চালু করা হলো। এতে বিমানবন্দরটি ব্যবহারে আরও উন্নত ও আধুনিক সেবা পাওয়া যাবে।

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক মানের রানওয়ে নির্মাণে ৩৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, যশোরের সবজি, ফুল ও মাছ পর্যটনে সম্ভাবনার জায়গা। এখানে স্থল ও নৌবন্দর রয়েছে। যদি আন্তর্জাতিক বিমানবন্দর হয়, তাহলে সরকার হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সভাপতি এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কাজী নাবিল আহমেদ এমপি, মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিএএবি প্রধান প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *