এআই নিয়ে জাতিসংঘের প্রথম বৈঠক মঙ্গলবার

Social Share Buttons

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করতে চলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক হবে। যুক্তরাজ্য বৈঠকটির আয়োজন করছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। খবর- এএফপি

এআইর বিশাল সম্ভাবনা থাকলেও এর ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিও আছে। বিশেষ করে স্বয়ংক্রিয় অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে এআইর ব্যবহার নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। জাতিসংঘে অনুষ্ঠেয় বৈঠকে এআইবিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরাসহ মহাসচিব গুতেরেসও ব্রিফিং দেবেন।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার উদীয়মান এআই প্রযুক্তির বিপদ কীভাবে কমানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে। বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির চিত্র বদলে দিতে পারে এ প্রযুক্তি।

এ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পদে আছে যুক্তরাজ্য। এআই-সংক্রান্ত বিধির ক্ষেত্রে বিশ্বে নেতৃস্থানীয় ভূমিকায় থাকার চেষ্টা করছে দেশটি। গত জুনে কয়েকটি এআই প্রযুক্তি কোম্পানির নির্বাহী কর্মকর্তারা এ প্রযুক্তির ব্যবহারের ওপর নজরদারির জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মতো একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলার প্রস্তাব দেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সেই প্রস্তাব সমর্থন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *