লক্ষ্মীপুরে ডাক্তারদের কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ

Social Share Buttons

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করছে লক্ষ্মীপুরের চিকিৎসকরা। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলার ৫টি উপজেলার প্রায় ৪০টি বেসরকারি হাসপাতাল ও শতাধিক ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও প্রাইভেট অপারেশন বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে দুর্ভোগে পড়েছেন রোগীরা।

বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে আসা ইছমাইল হোসেন খোকন বলেন, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। সকালে প্রাইভেট চেম্বারে এসে চিকিৎসকের চেম্বার বন্ধ দেখতে পাই। পরে জানতে পারি দুদিন চেম্বার বন্ধ। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করে প্রাইভেট চেম্বার চালু করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার দাবি জানাই।

জেলা বেসরকারি প্যাথলজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নোমানুর রহমান নোমান বলেন, চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সকল প্যাথলজির প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবি জানাই।

লক্ষ্মীপুর স্টার কে এস হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজির ইসলাম রবিন গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়ে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত স্টার কেএস হসপিটালের প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হয়েছে। তবে ভর্তি রোগীদের চিকিৎসা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *