ডেঙ্গু কেড়ে নিল আরও ৪ প্রাণ, হাসপাতালে ২৬৯৪

Social Share Buttons

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার ভেতর এই মৃত্যু ও রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫১। এর মধ্যে চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ২০৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

সিটি করপোরেশন বলছে, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মশক নিধন অভিযানে কোনো ধরনের বাধা না দিতেও আহ্বান তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *