চট্টগ্রামে লিম্ফোমা রোগীর সফল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট

Social Share Buttons

চট্টগ্রামে সফলভাবে অটোলোগাস স্টেম সেল প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল। বুধবার (২৬ জুলাই) ৪৯ বছর বয়সী ‘টি সেল লিম্ফোমা’ (পিটিসিএল) আক্রান্ত একজন পুরুষ রোগীর দেহে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) করেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দল। 

এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, চট্টগ্রামের চিকিৎসা খাতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) একটি মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থায় ইতিবাচক সাড়া দেখে আমরা সত্যিই অভিভূত। একইসাথে ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দলের নিষ্ঠা এবং দক্ষতা এই সাফল্যের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

হাসপাতালটির হেমাটোলজি ও বিএমটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, লিম্ফোমা একটি কমন ব্লাড ক্যানসার যেখানে শতকরা ৪০ জন রোগীর ক্ষেত্রে এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন হয়ে থাকে। এভারকেয়ার হসপিটালের এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট গত জানুয়ারি মাস থেকে চালু হয়েছে। ক্যানসার চিকিৎসায় স্টেম সেল প্রতিস্থাপন একটি যুগান্তকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রোগীর দেহ থেকে স্টেম সেল সংগ্রহ করে হাই-ডোজে কেমোথেরাপি প্রদান করা হয় এবং পরে সংগৃহীত স্টেম সেলগুলো পুনঃস্থাপন করা হয়। খুব দ্রুতই চট্টগ্রামে এলোজেনিক বিএমটি শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *