দর্শক প্রিয় জুটি নিলয়-হিমি

Social Share Buttons

এই সময়ে নাটকে দর্শকপ্রিয় জুটি হিসেবেই আখ্যায়িত হচ্ছেন নিলয়-হিমি। তারা দু’জন অনেক দর্শকপ্রিয় নাটক এরই মধ্যে উপহার দিয়েছেন।

এরই মধ্যে গত ২২ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে আজিজুল হকের গল্পে এস আর মজুমদারের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘না রাখা কথা’ নাটকটি। প্রেম, বিরহ ও পারিবারিক গল্পের আবহে নির্মিত এই নাটকটির ভিউ খুব বেশি না। মাত্র পাঁচ লক্ষের কিছু বেশি।

কিন্তু নাটকটি যারা দেখেছেন তাদের কাছেই ভীষণ ভালো লেগেছে। বেশিরভাগ দর্শকই নাটকটির সিক্যুয়াল নির্মাণের জন্য পরিচালকের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন। যেখানে নাটকটির গল্প শেষ হয়ে গিয়েছে সেখান থেকে যেন নিলয়-হিমির জীবনে নতুন যাত্রা শুরু হয় এবং স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের শেষটা যেন সুন্দরের মধ্য দিয়ে হয়, এমন অনুরোধও করেছেন অনেকে।

দর্শকের এই অনুরোধের কথা বিশেষ বিবেচনায় রাখছেন নির্মাতা এস আর মজুমদার। এস আর মজুমদার বলেন, ‘আমার নির্মিত অনেক নাটকের প্রচুর ভিউ আছে। কিন্তু না রাখা কথা নাটকটির গল্প এবং শিল্পীদের অভিনয়ই মূলত দর্শককে মুগ্ধ করেছে। শেষপ্রান্তে এসে নাটকটির গল্প শেষ হয়েও যেন হলো না শেষ। তাই হয়তো দর্শক নাটকটির সিক্যুয়াল নির্মাণের জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। আমিও ভাবছি, দেখি সামনে কী হয়।’

অভিনেত্রী হিমি বলেন, ‘এই নাটকের শেষের দিকে আমার চরিত্রটি নেগেটিভ। সাধারণত আমাকে আর নিলয় ভাইকে দর্শক কমেডি ঘরানার গল্পেই দেখেন। কিন্তু এখানে ব্যতিক্রম। যে কারণে নাটকটির ভিউ কম হলেও যারা দেখেছেন প্রত্যেকেই বলা যায় প্রশংসা করেছেন।’ রূপক কিরণ তালুকদার, নাটকের নিয়মিত একজন দর্শক। সিলেটের সন্তান রূপক বলেন, ‘নিলয় ও হিমি আমার ভীষণ প্রিয় জুটি। এই নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নাটকটির পার্ট-২ না দেখা পর্যন্ত যেন শান্তি পাচ্ছি না। নির্মাতা এস আর মজুমদারের কাছে বিশেষ অনুরোধ এই নাটকটির পার্ট-২ নির্মাণের জন্য।’ নিলয় ও হিমি’ও এই নাটকের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *