শিক্ষামন্ত্রীর আহ্বানে ‌‘না’, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

Social Share Buttons

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বান প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬ দিনের মতো কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে বুধবার সকালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজকের মধ্যেই শিক্ষকদের আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন বিরোধীদল যেখানে কর্মসূচি পালন করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন? কাজেই আমি বলছি- আজকেই তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।

বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমরা সুস্পষ্ট ঘোষণা অথবা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *