আগস্টে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সংশয়

Social Share Buttons

আগস্টে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরিকল্পনা ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। তবে উত্তরপত্র মূল্যায়নে ধীরগতিতে পরিকল্পনা অনুযায়ী আগামী মাসে ফল প্রকাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখনো পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে জমা দেননি। অথচ উত্তরপত্র জমার পরও ফল প্রস্তুতে যত কাজ, তা শেষ করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। এতে আগস্টে ফল প্রকাশ নিয়ে সংশয়ে খোদ এনটিআরসিএর কর্মকর্তারা।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, পরীক্ষকরা এখনো খাতা মূল্যায়নের কাজ শেষ করতে পারেনি। খাতা মূল্যায়ন শেষে সেগুলো এনটিআরসিএতে পাঠাতে হবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে।

পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন শেষ না করা পর্যন্ত ফল প্রকাশের বিষয়ে কোনো সুখবর দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় আগস্টের মধ্যে ফল প্রকাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান। পরীক্ষকদের উত্তরপত্র পাঠানোর কাজ শেষ হলে ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে। আমরা চেষ্টা করছি, দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে।

গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এক লাখ চার হাজারের বেশি প্রার্থী।

৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২-এর লিখিত পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার ৫৬০ জন।

এর আগে প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন এক লাখ চার হাজারের কিছু বেশি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *