শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪১ বিসিএসে ক্যাডার হলেন ৪০ শিক্ষার্থী

Social Share Buttons

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪১তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের ৪০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসি) ওয়েবসাইটে ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজনরা।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে বিসিএস ফরেন ক্যাডারে নিয়োগ পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান, পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহিব রুমেল, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আবু সায়েদ।

প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ অমিয়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর সজীব, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রভাকর রায়, পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নওরোজ কোরেশী দীপ্ত, মোহাইমিনুল মামুন, সমাজকর্ম বিভাগের কাওসার আহমেদ, অর্থনীতি বিভাগের রাহুল ঘোষ, রসায়ন বিভাগের শরীফ শুভ।

শুল্ক ও আবগারি ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রিতম রায় প্রিন্স, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের রাফিন রিফাত, অর্থনীতি বিভাগের নিঝুম তালুকদার।

জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌমিক আহমেদ। তিনি এ ক্যাডারে প্রথম হয়েছেন। এছাড়াও একই বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মামুনও একই ক্যাডারে নিয়োগ পেয়েছেন।

গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম শরীফুল ইসলাম, দিহান মজুমদার, মোশাররফ হোসাইন, আবু দায়ান আবদুল্লাহ।

সড়ক ও জনপথ ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী স্বর্ণা, বন ক্যাডারে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়ররনমেন্ট সায়েন্স বিভাগের শিক্ষার্থী সুনিম সোহানা।

শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তার, রাসেল আহমেদ, মুক্তা দে, আতিকুর রহমান, ইংরেজি বিভাগের রাজন কান্তি দাস, সাহেল আহমদ, জুয়েল কাইরি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদিব হাসান রিশাত, জিল্লুর রহমান দিদার, স্বপন আহমেদ, সায়মা সাহেদ, শিল্পী দাস, শিক্ষা ক্যাডার (হিসাববিজ্ঞান) ব্যবসায় প্রশাসন বিভাগের আল-আমীন ভূইয়া, সুবীর রায়, ফরহাদ ফ্লোরেন্স, সৌরভ অর্নব (রাষ্ট্রবিজ্ঞান), আশরাফুল ইসলাম মুকুল (সমাজকর্ম। তথ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন তানজিনা তানি। এছাড়াও অনেকে রয়েছেন বলে ধারাণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *