সিলেটের কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

Social Share Buttons

সিলেটের কোম্পানীগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার জোহরের নামাজের পর যুগান্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধির আয়োজনে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এসব কর্মসূচি পালন করা হয়।

যুগান্তরের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহরাব আহমদের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।

প্রধান বক্তা হিসেবে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী নিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়। তিনি বলেন, জাতির পিতার স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে একাত্তরের রণাঙ্গনে কৃতিত্বের সঙ্গে লড়াই করেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরেও আজীবন দেশের জন্য সংগ্রাম করে গেছেন তিনি। বর্তমানেও তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের লাখো মানুষের জীবিকার ব্যবস্থার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আনর আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, ইমান উদ্দিন, কামরুল হুদা, রত্না আক্তার, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক রানা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাসেল আহমেদ, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ প্রমুখ।

আলোচনা শেষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় নবম শ্রেণির শিক্ষার্থী জোনাকি আক্তার প্রথম, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার দ্বিতীয় ও নবম শ্রেণির শিক্ষার্থী শিপা বেগম তৃতীয় স্থান অধিকার করেছে।

এরপর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত ও পাশাপাশি তার রেখে যাওয়া স্ত্রী-সন্তানের সুস্থতা এবং তার হাতে গড়া প্রতিটি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুর মোহাম্মদ আমিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *