লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (১৭ জুলাই) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জে কালিমন্দির সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজমুকুট কমিউনিটি সেন্টারে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় রাজমুকুট কমিউনিটি সেন্টারে কেক কেটে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পরে আলোচনা সভায় বাজুস চন্দ্রগঞ্জ শাখার সভাপতি জয়দেব দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, বাজুস চন্দ্রগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা কৃষ্ণ ধন দেবনাথ, উপদেষ্টা কৃষ্ণ গোপাল দেবনাথ, প্রণতোষ দেবনাথসহ চন্দ্রগঞ্জ বাজারের সকল স্বর্ণকার ব্যবসায়ীবৃন্দ।