দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইডিয়াল কলেজ শিক্ষার্থী রাকিব নিহত

Social Share Buttons

রাজধানীর ধানমন্ডির শেখ জামাল ক্লাবের ফুটপাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ রাকিবের বাবা নাম নূরনবী, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরি করেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে, ঢাকায় গ্রীনরোডের স্টাফ কোয়ার্টারে থাকতেন তাঁরা।

পুলিশ কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাবের আমবাগানের সামনের ফুটপাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব গুরুতর আহত হন। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এটি ছিনতাই নাকি পূর্ব কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড তা আমরা এখনও নিশ্চিত নই বলেও জানান পারভেজ ইসলাম। তিনি বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে।

আদনান সাঈদ রাকিবের ডান কাঁধে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ধারণা করা হচ্ছে, এই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের সাঈদের বড় ভাই হৃদয় বলেন, রাতে বাসার উল্টা পাশে ধানমন্ডি বয়েজ কলেজের রায়হান নামে তাঁর এক বন্ধুর সঙ্গে চা খেতে যায় সাঈদ। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর কাছে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। এতেই ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *