সিলেটে মোটরসাইকেল আটকাতে গিয়ে পুলিশ সদস্য নিহত

Social Share Buttons

সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় চেকপোস্টে দায়িত্বরত অবস্থায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের ফয়সল আহমদ (২৭)।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি মাইন উদ্দিন জানান, এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছিল পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট নগরীর দিকে আসা দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে চেকপোস্টে থামার সিগন্যাল দেয় পুলিশ।

কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল আহমদ দৌড়ে গিয়ে থামাতে চাইলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী দ্রুত চলে যায়। গুরুতর আহত ফয়সল আহমদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *