বশিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

Social Share Buttons

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হিজবুল বাহার রানার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হিজবুল বাহার রানা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মোরশেদ আলম জানান, সভাপতি কাউকে কিছু না জানিয়ে প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিচালনা কমিটির সদস্যরা ছুটে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারধরের শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেদ বলেন, ‘পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এককভাবে সভাপতি আমাকে অব্যাহতি দেওয়ার চিঠি দিতে আসেন। কথা বলার একপর্যায়ে তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর আগেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। ওই ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি হিজবুল বাহার রানা। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষও প্রার্থী। এ কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের মধ্যে বসে কথা হয়েছে। তাকে লাঞ্ছিত করা হয়নি।’

পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, খবর পেয়ে আমি কলেজে গিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুপক্ষকে শান্ত করা হয়। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, সভাপতি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শিক্ষক লাঞ্ছিতের অভিযোগটি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *