লক্ষ্মীপুরের সড়কে মাদ্রাসাছাত্রের তিন চাকার হেলিকপ্টার!

Social Share Buttons

দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো। তবে হেলিকপ্টার নয়, হেলিকপ্টারের আদলে তৈরি তিন চাকার মোটরগাড়ি। সম্প্রতি তিন চাকার এ হেলিকপ্টারের দেখা মিলল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরকাদিরা ইউনিয়নে।

ওই এলাকার দুজন মাদ্রাসাশিক্ষার্থী শখের বসে নিজেদের মতো ডিজাইন দিয়ে এটি বানিয়েছেন। সেটি সড়কের মধ্যেও চালাচ্ছেন তারা। আবার কোনো অনুষ্ঠান বা ব্যক্তিগতভাবে ভাড়াও দিচ্ছেন এটি। ব্যতিক্রম এ হেলিকপ্টারটি রাস্তায় বের করলে লোকজন একনজর দেখতে ভিড় করেন।

জানা গেছে, কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহর ছেলে হাফেজ মাওলানা নাসের উল্যা খালেদ ও তার বন্ধু হাফেজ মো. বেলাল হোসেন তিন চাকার হেলিকপ্টারটি তৈরি করেছেন।

নির্মাণের বিষয়ে জানতে চাইলে হাফেজ মো. বেলাল হোসেন বলেন, হঠাৎ আমাদের দুই বন্ধুর মাথায় আসে ব্যতিক্রম একটি গাড়ি বানানোর। তাই হেলিকপ্টারের মতো একটি গাড়ি বানানোর চিন্তা করি। প্রথমে এর ডিজাইন আঁকি। পরে নিজেরাই গ্রিল ওয়ার্কশপের দোকানে গিয়ে নিজেদের তৈরি ডিজাইনে গাড়ি বানানোর কাজ শুরু করি।

তিনি জানান, হেলিকপ্টার গাড়িতে প্রাইভেটকারের চাকা ও স্টিয়ারিং, মাইক্রোবাসের সিট, অটোরিকশায় ব্যবহৃত চার্জার ব্যাটারি বসানো হয়েছে। হেলিকপ্টার গাড়ি নির্মাণ সম্পন্ন করতে তাদের তিন মাস সময় লেগেছে। এতে ব্যয় হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা।

হাফেজ বেলাল বলেন, গাড়িতে যে ব্যাটারি বসানো হয়েছে, সেটি একবার চার্জ দিয়ে ৬০ কিলোমিটার চালানো যায়। গাড়িতে অনায়াসে চালকসহ চারজন যাত্রী বসতে পারবে। শখ করে অনেকে বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করতে তাদের গাড়িটি ভাড়া নিচ্ছে। আবার কেউ ব্যক্তিগতভাবে ঘোরাঘুরির জন্য গাড়িটি ব্যবহার করছেন। অনেকে এটিতে করে ঘুরতেও যাচ্ছেন। এটি তৈরি করে এলাকাবাসীদের কাছ থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমাদের আরেকটি গাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *