যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহ জামাল (২৫)।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁদের ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
আটককৃতদের শার্শা থানায় সোপর্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
এ নিয়ে গত ১২ মাসে ৪৬টি চালানে ১১০ কেজি সোনাসহ ৩৮ জনকে আটক করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। তিনি বলেন, সীমান্তে মাদক, অস্ত্র ও স্বর্ণ পাচার রোধে সজাগ রয়েছে বিজিবি। অভিযান ও আটক অব্যাহত আছে।