নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম আরিফ খান জয় ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নেত্রকোণা ফুটবল অ্যাসোসিয়েশন এই খেলার আয়োজন করে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতে ছুটে আসে লাখো মানুষ। নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়।
বিকেল পৌনে ৪টায় মাঠে নামেন দুই দলের খেলোয়াড়রা। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অভ্যর্থনা জানান উপস্থিত জনতা। তারপর ৪টায় শুরু হয় খেলা। তবে গোল শূন্য অবস্থায় শেষ হয় উত্তেজনাপূর্ণ এই খেলা।
খেলা শেষে দর্শকদের উদ্দেশে কথা বলেন আরিফ খান জয় ও ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, আপনারা নেত্রকোণার মানুষ আমাকে এতো ভালোবাসেন, আমি এখানে না এলে সেটা বুঝতাম না।
তিনি আরও বলেন, আরিফ খান জয় আজ একটি নতুন ইতিহাস সৃষ্টি করলেন এ খেলার আয়োজন করে। এর মাধ্যমে নেত্রকোণার ফুটবল আগামী ৫ বছরের জন্য এগিয়ে গেছে। এ সময় দূর-দূরান্ত থেকে কষ্ট করে খেলাটি উপভোগ করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার সুমন।