লক্ষ্মীপুরের রায়পুরে চালু হলো প্রথম স্মার্ট ক্লাসরুম

Social Share Buttons

লক্ষ্মীপুরে প্রথমবারের মতো চালু হলো আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাস রুম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

জানা গেছে, এই ক্লাস রুমে কোনো চক বা ডাস্টারের ব্যবহার নেই তার পরিবর্তে রয়েছে স্মার্ট বোর্ড। এই বোর্ডের মাধ্যমে অডিও ভিডিও দেখা যাবে। এ ছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে কাউন্ট হয়ে যাবে। রয়েছে উন্নত টিচিং ও লার্নিং সিস্টেম। এর ফলে শিক্ষকরাও শিক্ষার্থীদের ক্লাসরুমে আরও বেশি আকৃষ্ট করতে পারবেন। এই স্মার্ট ক্লাস রুম বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ দেশ গড়ার ক্ষেত্রে সহযোগী হবে। একই সময় বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট গার্ডিয়ান শেড নামক অভিভাবকদের একটি অপেক্ষা কক্ষও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, অ্যাসিল্যান্ড রাসেল ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিপু সুলতান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *