গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। এসময় বেশকিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় উভয়ই দেখে নেয়ার হুমকি দেয়।
এরই জেরে আজ সোমবার ভোর পৌন ৬টার দিকে দুপক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকাল একগ্রুপের লিডার মান্নান শেখ মারাত্মক আহত হয়। তার শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। এসময় উভয় গ্রুপের আরো ৬-৭ জন আহত হয়। মারাত্মক আহত মান্নান শেখকে কাশিয়ানী হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহত ১ জনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা গ্রেপ্তার এড়াতে অন্যত্র চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে।