সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর বাজারের ৭ নম্বর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান নগর বাজারের ৭ নম্বর সেতু এলাকার লিংক রোডের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।