কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশের ফুটবল সংক্রান্ত কারোই।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। এবার বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিজের স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছেন মার্তিনেস। বাংলাদেশ থেকে কলকাতা সফরে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা দুই দিন আগে কলকাতা থেকে চলে গেছেন। যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াকে একটা জার্সি দিয়ে গেছেন।
জার্সিতে জামালের জন্য শুভেচ্ছা বার্তা হিসেবে মার্তিনেস লিখেছেন, ‘চিয়ার্স জামাল। ’ জামাল সেই জার্সি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন। কলকাতা থেকে ঢাকায় জামালের সঙ্গে কথা বলেন ক্রীড়া উদ্যোক্তা ভারতের শতদ্রু দত্ত। কীভাবে কখন এই জার্সি জামালের হাতে তুলে দেওয়া যায় তা নিয়ে কথা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.