২০২২ সালের সেপ্টেম্বর মাসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ১০টি মাস। তবে স্বস্তির খবর হলো অবশেষে মাঠে নামছেন সাবিনা-সানজিদারা। লম্বা বিরতি দিয়ে আগামীকাল নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে নেপালকে হারিয়েই প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন সাবিনারা।
প্রথমবারের মতো মেয়েদের জাতীয় দলের সংবাদ সম্মেলনে নেই নারী ফুটবলে সাফল্যের কারিগর কোচ গোলাম রব্বানী ছোটন। গত মে মাসে পদত্যাগ করেন তিনি। এই সফল কোচ ছাড়াও সাফজয়ী দল থেকে বিদায় নিয়েছেন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুনরা। মাঝখানে অলিম্পিক বাছাই পর্ব খেলতে মিয়ানমার দল পাঠায়নি বাফুফে। এ নিয়েও কত নাটক! ফলে একটা অস্থির সময় কেটেছে নারী ফুটবল দলের। অবশেষে মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আজকের সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা বলেন, ‘আসলে নতুন করে কিছু বলার নেই। আমরা ৮-৯ মাস পর মাঠে নামছি। সবার কাছে দোয়া চাই। যেন নেপালের সঙ্গে ম্যাচ দুটিতে ভালো ফল করতে পারি।’
বাংলাদেশ-নেপাল সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মাহবুবুর রহমান। দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হবে ১৬ জুলাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.