আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টিম টাইগার্সের সামনে রশিদ-নবীদের বিরুদ্ধে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। আফগানদের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে নামতে সিলেটে পৌঁছেছে সাকিব বাহিনী।
আজ বুধবার দুপুরে দুটি পাতা একটি কুঁড়ির দেশে পৌঁছায় বাংলাদেশ টি-টোয়েন্টি দল। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। সন্ধ্যা ৬টায় দু’দলের লড়াই শুরু হবে।
আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। প্রথম দুই ওয়ানডে হারার পর তৃতীয় ম্যাচ জিতে স্বস্তি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে সিলেট পৌঁছেছে টিম টাইগার্স।
ফরম্যাট যতটা ছোট আফগানরা ততটাই শক্তিশালী। দু’দেশের পরিসংখ্যানেও আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। ৯ বারের মোকাবিলায় আফগানদের জয় ৬টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। এ ছাড়া সর্বশেষ দুই ম্যাচেই বাংলাদেশকে ৮ ও ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান।
চলতি বছর সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দারুণ নৈপুণ্য প্রদর্শন করছে। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলা ওয়াশ করেছে টিম টাইগার্স। ইংলিশদের হারানোর পরের সিরিজে আয়ারল্যান্ডকেও ২-১ ব্যবধানে পরাজিত করে সাকিবের দল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.