বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বহাল রাখার পর তদন্ত কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ জাগো নিউজকে জানিয়েছেন, 'বাফুফের দুর্নীতি তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (ক্রীড়া) কে প্রধান করে গঠিত ৫ সদস্যের এই কমিটি আগামীকাল (সোমবার) দুপুর আড়াইটায় বাফুফে ভবনে গিয়ে তদন্ত কাজ শুরু করবে।'
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের দুইজন প্রতিনিধি আছেন। সচিব পরিমল সিংহ ছাড়াও অন্যজন পরিচালক (অর্থ)। এই কমিটি আদালতের নির্দেশমতো নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.