বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বহাল রাখার পর তদন্ত কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ জাগো নিউজকে জানিয়েছেন, ‘বাফুফের দুর্নীতি তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (ক্রীড়া) কে প্রধান করে গঠিত ৫ সদস্যের এই কমিটি আগামীকাল (সোমবার) দুপুর আড়াইটায় বাফুফে ভবনে গিয়ে তদন্ত কাজ শুরু করবে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের দুইজন প্রতিনিধি আছেন। সচিব পরিমল সিংহ ছাড়াও অন্যজন পরিচালক (অর্থ)। এই কমিটি আদালতের নির্দেশমতো নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করবে।