সমাবেশের তারিখ পরিবর্তন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন এবং বিএনপি। উভয় পক্ষ জানিয়েছে, তারা আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়, আগামী শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ করবে।
বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও একই ঘোষণা আসে।
উভয়পক্ষই জানায়, কাঙ্ক্ষিত স্থানে সমাবেশ করার পুলিশের অনুমতি না পাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
মির্জা ফখরুল জানান, বিএনপির মহাসমাবেশ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষে যুবলীগ জানিয়েছে, তারাও শুক্রবার সমাবেশ করবে শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্যমেলা মাঠে।
এর আগে দুই পক্ষই বৃহস্পতিবার সমাবেশের ঘোষণা দিয়েছিল। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোনো পক্ষকেই সমাবেশের অনুমতি দেয়নি। দুই পক্ষকেই পুলিশ সমাবেশের স্থান পরিবর্তনের পরামর্শ দিয়েছিল এবং সম্ভব হলে ছুটির দিনে সমাবেশ করতে বলে।