জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা তত্ত্বাবধায়ক বুঝি না, আমরা বুঝি নিরপেক্ষ নির্বাচন। সরকার বাহাদুরের আন্তরিকতা থাকলে এটা সম্ভব। হিংসার রাজনীতি থেকে মানুষকে মুক্তি দিন। মানুষ বাজারে গেলে গায়ে আগুন ধরে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দেশে ক্রমান্বয়ে বেকারত্ব বাড়ছে। প্রায় ৫ কোটি মানুষ বেকার।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাহমুদুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, আহাদ উদ্দিন চৌধুরী শাহিন, অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, তজম্মুল হোসেন চৌধুরী, জামাল হাসান, দুরুদ আলী, জাতীয় যুব সংহতি জেলা সভাপতি বেলায়েত আলী খান জুয়েল, বদরুল হাসান জুসেফসহ জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উৎসাহ-উদ্দীপনা নিয়ে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, সারা দেশে হিংসা-দ্বন্দ্বে মারামারির অবস্থা সৃষ্টি করছে। মানুষের নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। বিএনপি কিংবা আওয়ামী লীগ কোনো দলেরই জনগণের প্রতি সহানুভূতি নেই। যারা দুবার খেয়েছে তারা আবার খেতে চায়। জনগণের কী হবে সেই চিন্তা কারও নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.