সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায় করেই বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৪ বছর আওয়ামী লীগ সরকার যে অন্যায় অত্যাচার করেছে, তাতে তো তারা ভয় পাবেই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পালাবার পথ খুঁজে পাবে না সরকার। জনগণ জেগে উঠেছে। সব বাধা উপেক্ষা করে দাবি আদায় করেই ঘরে ফিরবে বিএনপি।’
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সোজা কথায় কাজ না হলে ফয়সালা হবে রাজপথে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত। দেশের মানুষ একসঙ্গে জেগে উঠেছে। দাবি একটাই, সরকারের পদত্যাগ। দেশে-বিদেশে তাদের আওয়ামী লীগ সরকারের সমর্থন নেই।’
মির্জা ফখরুল দাবি করেন, বিএনপির শীর্ষ দুই নেতাকে আপ্যায়ন করার বিষয়টি ছিল সাজানো নাটক। তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে, এ দেশে এটা কম হয়। গয়েশ্বর, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তাঁকে পিটিয়ে মাটিতে ফেলে আবার পিটিয়েছে। আবার নাটক করেছে। খাওয়া দিয়ে ভিডিও করেছে। এতে কি গয়েশ্বর ছোট হয়েছেন? হননি।'
শান্তিপূর্ণ কর্মসূচি করেই সরকারের পতন ঘটানো হবে বলে দাবি করেন মির্জা ফখরুল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.