ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক ভুঞাকে। বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে বদলি করে গোয়েন্দা-রমনা বিভাগে পদায়ন করা হলো। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হলো শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক ভুঞাকে।
এদিকে গত বছরের ২২ মে ডিএমপির তৎকালীন লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ওসি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.