দেশের আরও এক জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া নতুন নিয়োগ পাওয়া দুই জনসহ তিন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলাকে নওগাঁর ডিসি করা হয়েছে। আর মুন্সিগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
গত ৬ জুলাই পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামানকে শরিয়তপুরের ডিসি করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে ভোলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদকে ভোলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল, তাকেও বদলি করা হয়েছে। তিনি শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.