ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে উপ-সচিব হলেন বঞ্চিত ১১৭ কর্মকর্তা

Social Share Buttons

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত বিসিএসের বিভিন্ন ব্যাচের ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাপেক্ষভাবে এই পদোন্নতি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক কর্মকর্তা যে যে সময়ে পদোন্নতি পাওয়ার কথা ছিল সেই সময়কাল ধরে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পূর্বের সময়কালের হিসাবে তারা আর্থিক ও অন্যান্য সুবিধাদি পাবেন।

এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের গুরুত্বহীন ও ঢাকার বাইরে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, শিগগিরই যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদেও বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাচমেটদের পদোন্নতির তারিখ ধরে ভুতাপেক্ষ পদোন্নতির কথা উল্লেখ রয়েছে। পদোন্নতির তারিখ থেকেই তারা সরকারের আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসনামলে প্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ব্যাচভিত্তিক তালিকা করা হয়। গত ৯ আগস্ট পর্যন্ত চার দিনে আওয়ামী লীগ সমর্থক নন, যারা পদোন্নতি পাননি— এমন অন্তত ২৫০ জন কর্মকর্তার নামের তালিকা জমা পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সম্মতিসাপেক্ষে বঞ্চিতদের তথ্য–উপাত্ত চুলচেরা বিশ্লেষণ করে পদোন্নতির জন্য সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।

গত ৬ আগস্ট সচিবালয়ে বৈঠক করেন পদোন্নতিবঞ্চিত অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী। সভায় জ্যেষ্ঠতাসহ ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানান তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দীর্ঘদিন গুরুত্বহীন দপ্তরে থাকা ২৮ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এরপর প্রশাসনে কর্মরত বঞ্চিত কর্মকর্তাদের ব্যাচভিত্তিক তালিকা তৈরি করে সচিবের দপ্তরে জমা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, তালিকায় অন্তত ২৪৪ জনের নাম ছিল। এর মধ্যে বিসিএস ১১ তম ব্যাচের ৪ জন, ১৩ তম ব্যাচের ৮ জন, ১৫ তম ব্যাচের ২১ জন, ১৭ তম ব্যাচের ৮ জন, ১৮ তম ব্যাচের ২২ জন, ২০ তম ব্যাচের ২১ জন, ২১ তম ব্যাচের ১০ জন, ২২ তম ব্যাচের ৮১ জন, ২৪ তম ব্যাচের ১২ জন, ২৫ তম ব্যাচের ১২ জন, ২৭ তম ব্যাচের ১৩ জন, ২৮ তম ব্যাচের ১০ জন এবং ২৯ তম ব্যাচের ২২ জন রয়েছেন।

এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে যারা সিনিয়র সহকারী সচিব ও যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দুদকের মামলা নেই প্রথম দফায় তাদের ১১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

এক নজরে যারা পেলেন পদোন্নতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *