বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেয়েছেন ৭২৬ জন। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে তাদের নিয়োগ দেওয়া হয়।
রোববার (৯ জুলাই) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত এবং মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনায় ৭২৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতনসহ সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদানের শর্তে অস্থায়ীভাবে এ সার্জেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.