ডিএমপির তিন যুগ্ম কমিশনার বদলি, বিপ্লব সরকার ডিবিতে

Social Share Buttons

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সদর দপ্তরের (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। বিপ্লবের স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী। তিনি অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।

আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপ্লব সরকার একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাকে ২০১৯ সালের ১৩ জুন রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ১৮ অক্টোবর তিনি ডিএমপির তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পুনরায় নিযুক্ত হন এবং সেখানে কয়েকদফায় এই দায়িত্বে ছিলেন। রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিনি সর্বাধিকবার ডিএমপির উপকমিশনার হিসেবে সেরা কর্মকর্তার পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *