ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তারা আগামী ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত থাকবেন।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১০(৫) ধারা অনুযায়ী তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ ও মোবাইল কোর্ট আইন অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব অঞ্জন কুমার সরকার, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব বিকাশ বিশ্বাস, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব দেবাংশু কুমার সিংহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান মো. হাসানুজ্জামান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাজমা সিদ্দিকা বেগম, জাতীয় নদী কমিশনের উপপ্রধান প্রমথ রনজন ঘটক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মো. জোবায়ের রহমান রাশেদ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপব্যবস্থাপক মো. সুহৃদ সালেহীন।