ডিজিটাল সেন্টারের স্মার্ট উদ্যোক্তাদের পুরস্কৃত করলো এটুআই।
জনগণের দোরগোড়ায় মাসব্যাপী (১১ নভেম্বর-১০ ডিসম্বের ২০২২) ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন পরিচালনা এবং স্মার্ট সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ একটি অনুষ্ঠানের মাধ্যমে আজ ডিজিটাল সেন্টারের সেরা উদ্যোক্তাদের ক্রেষ্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
প্রতি জেলা থেকে একজন নারী ও একজন পুরুষকে সেরা উদ্যোক্তা হিসেবে এই পুরস্কার দেয়া হয়। একইসঙ্গে দেশজুড়ে ডিজিটাল সেন্টারের সেরা তিন উদ্ভাবনী নারী উদ্যোক্তাদের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট ডিভাইস (ট্যাব) প্রদান করা হয়। এছাড়াও ‘২০৪১ সালের স্মার্ট ডিজিটাল সেন্টার: উদ্যোক্তার স্বপ্ন এবং প্রত্যাশা’ শীর্ষক প্রতিযোগিতার তিন বিজয়ী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। দেশজুড়ে নারী-পুরুষ মিলিয়ে ১৪০ উদ্যোক্তাকে পুরস্কারের জন্য মনোনীত করে এটুআই।
উল্লেখ্য, ডিজিটাল সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ডিজিটাল সেন্টারের এক যুগপূর্তীতে দেশব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন -২০২২’ এর শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক, এমপি।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে মাসব্যাপী লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী, মাইকিং, উঠান-বৈঠক আয়োজনের মাধ্যমে স্মার্টসেবার বিষয়ে প্রচারণা এবং সেবা প্রদান করেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।
এসময় বিশেষ শ্রেণির নাগরিকদের (বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, অসচ্ছল প্রতিবন্ধী ইত্যাদি) বিনামূল্যে স্মার্টসেবা প্রদান করা হয় । এর পাশাপাশি ব্যাংক হিসাব খোলা ও রেমিট্যান্স আনয়নে উদ্যোগ গ্রহণ, আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিমুলক প্রচারণা করেন উদ্যোক্তারা।
মাসব্যাপী এই ক্যাম্পেইনকালে সবমিলিয়ে ৭৮ লক্ষ ৭২ হাজার ২৯৪ টি ই-সেবা প্রদান করেন ৮৬৬৩টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। এসময় প্রায় ১০৭ কোটি টাকার লেনদেন হয়।
রেমিট্যান্স গ্রহণ করা হয় ৬৭ কোটি। ডিজিটাল ব্যাংক হিসাব খোলা- ৫১ হাজার ৬৯৯ জনের ও নারী গ্রাহকের ব্যাংক হিসাব খোলা হয় ১৭ হাজার ৭৮৪ জনের। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ৩১০৪ জন ব্যক্তিকে সেবা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.