ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ব্যালটে হওয়া এই নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রির্টানিং কর্মর্কতা।
গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রে ভোটকক্ষ ৬০৫টি। প্রতিটি ভোটকক্ষে রয়েছে সিসি ক্যামেরা। প্রতি কেন্দ্রে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৯ জন সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে ২১ জন সদস্য। বিজিবি মোতায়েন ১০ প্লাটুন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র আশরাফুল হোসেন আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ)।
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। রোববার তিনি সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত আমাদের কোনো গোয়েন্দা সংস্থা বা র্যাবের যে টিম যারা টহল দিচ্ছে তারা কিছু আমাদের অবহিত করেনি। সুষ্ঠ ও সুন্দর পরিবেশ রয়েছে বলে আমাদের অবহিত করেছেন। প্রতিটা কেন্দ্রেই আমাদের সিসি ক্যামেরা রয়েছে। যে কোন বিষয়েই আমাদের সিসি ক্যামেরায় কমিশন অবলোকন করবে, আমরাও করবো।’
নির্বাচন কমিশন গত ১ জুন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.