প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৩, ৯:৩৪ পূর্বাহ্ণ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রায় ৫ ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেল কর্মকর্তাদের আশ্বাসে অস্থায়ী শ্রমিকরা অবরোধ তুলে নিলে রোববার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে এদিন সকাল ১০টার দিকে রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নেন তারা।
এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে রেল কর্তৃপক্ষ কমলাপুর স্টেশন থেকে যেসব ট্রেন ছেড়ে যেতে বিলম্ব হচ্ছে, সেসব ট্রেনের যাত্রীদের কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার অনুরোধ জানায়।
দুপুর আড়াইটার দিকে রেল কর্মকর্তাদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ সাময়িকভাবে তুলে নেয়। রেলভবনে রেলমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাসে লাইন ছেড়ে শ্রমিকরা রেলভবনে যাচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টার পর কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা অবরোধ তুলে নেয়ায় তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.