বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তারা।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় চার দিনের সফরে ঢাকায় পৌঁছায় দলটি। নির্বাচন, মানবাধিকার ও শ্রম অধিকার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এ সফর বলে জানা গেছে।
এ সফরের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দলে আরও আছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে দলটির সদস্যরা।
এ ছাড়া সন্ধ্যায় যোগ দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে। এবারের সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গেও আলাদাভাবে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.