সবুজ বাংলাদেশের তারুণের বিজয় উৎসব
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর আয়োজনে ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় তারুণের বিজয় উৎসব।
ঢাকা রমনা পার্কে সংগঠনের শতাদিক তরুণ সদস্যের উপস্থিতিতে এই তারুণের উৎসব উৎযাপন করা হয়।
স্বাধীনতা যুদ্ধে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজন করা হয় বিজয় কথন, বিজয় সাক্ষর, বিজয় উক্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবুজ বাংলাদেশের আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু বলেন বিজয় মানে আমাদের প্রেরণার শক্তি, আমরা তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টির জন্য আয়োজন করেছি তারুণের বিজয় উৎসব ২০২৪। আমরা চাই তরুণরা জানুক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এবং নিজের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হোক।
অনুষ্ঠান শেষে সোওরওয়ার্দী উদ্যাণে মুক্তিযোদ্ধের স্মৃতি পলকে শহীদদের স্মরণে প্রজলন করা হয় মোমবাতি এবং শতকণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত।
তারুণের বিজয় উৎসবে সবুজ বাংলাদেের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ফেডারেশনের যুগ্ন-মহাসচিব গোলাম রহমান দূর্জয়, দেশ টিভির সহ-সম্পাদক আপন অপু, হাইকোর্টের আইনজীবি এডভোকেট শেখ রিপন, ব্যবসায়ী নজরুল ইসলাম নয়ন, শিহাবুজ্জামান , তারুণের বিজয় উৎসব বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব আবদুল্লা আল কাফি প্রমুখ।