পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। জোটের অন্য দলগুলোর সঙ্গে মতের মিল না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিবাসন নীতি নিয়েই ফাটল ধরে রুটের জোট সরকারে। গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল চারটি দলের প্রতিনিধিদের মধ্যে। এ উত্তেজনা প্রশমনে শুক্রবার (৭ জুলাই) বৈঠকে বসেন তারা। কিন্তু কেউই ঐক্যমতে পৌঁছাতে পারেননি।
এরপরই পদত্যাগের ঘোষণা দেন মার্ক রুটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকার ভেঙে যাওয়ায় নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। রুটে পদত্যাগ করলেও তার সরকারের মন্ত্রীসভা আগামী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশিসময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী রুটে। ২০১০ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এরপর আরও তিনবার জোট গঠন করেই ক্ষমতায় টিকেছিলেন।
নেদারল্যান্ডসে গত বছর শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন ৪৭ হাজার মানুষ। যা আগের বছরের তুলনায় তিন গুণ বেশি। আর এ বছর দেশটিতে আশ্রয় প্রত্যাশীর সংখ্যা ৭০ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.