বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসা

Social Share Buttons

বাংলাদেশি নাগরিকরা এখন মেক্সিকো ভিসা আবেদনে আরও বেশি সুবিধা পাবেন। মেক্সিকান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে। মেক্সিকোতে যাওয়ার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজতর করেছে।

রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বের অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।

মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসাও থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, এ উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং বৃহত্তর জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *