সংখ্যালঘুদের ওপর হামলায় ইইউ রাষ্ট্রদূতদের উদ্বেগ

Social Share Buttons

সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে ঢাকায় ইইউ দূতাবাস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন। তারা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বলেছেন, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে আমরা জরুরি ভিত্তিতে সব বাংলাদেশিদের আহ্বান জানাই।

এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছে চীন। মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *