নয়া দিল্লিতে বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো মন্তব্য নেই বলেও জানিয়েছেন তিনি।
অরিন্দম বাগচী বলেন সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, মানুষ এসব নিয়ে মন্তব্য করছে। পুরো বিশ্ব এ নিয়ে (বাংলাদেশের নির্বাচন) মন্তব্য করতে পারে, তবে ভারত ভারতের মতোই। বাংলাদেশের সঙ্গে আমাদের অত্যন্ত বিশেষ সম্পর্ক রয়েছে।’
‘বাংলাদেশে যা ঘটে তার সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাই। এটা আমাদের প্রভাবিত করে। আমি মনে করি বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই সেখানে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত হবে। আমরা অবশ্যই নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’
এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করল।
অ্যামেরিকাসহ দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে আসছে এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
এদিকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.