করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৮৭ জনের শরীরে নতুন করে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৫৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৩ হাজার ৬২ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৭৪৪ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.